আপনারা অনেকেই ধান কাটার মেশিনের দাম কত তা জানেন না। আবার অনেকেই তা জানার জন্য বিভিন্ন ওয়েবসাইটে এ সর্ম্পকিত তথ্য খুঁজে থাকেন। আজকে তাই ধান কাটার মেশিনের দাম কত এ সর্ম্পকিত বিষয়গুলো আপনারা এই আর্টিকেলের মাধ্যমে জানতে পারবেন। আপনারা এই বিষয়গুলো সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে সম্পূর্ণ আর্টিকেলটি মনোযোগ দিয়ে পড়ুন। নিচে এ সর্ম্পকে বিস্তারিত ধারনা আলোচনা করা করা হলো।
ধান কাটার মেশিনের দাম কত
আর্টিকেলের ভিতরে যা থাকছে
বাংলাদেশে এখন আধুনিক যুগ। এখনকার সকল ধরনের কাজ মানুষ মেশিনের মাধ্যমে করে থাকে। তাই দিন দিন প্রযুক্তি যত উন্নতি হচ্ছে মানুষের কাজ তত সহজ হয়ে যাচ্ছে। কৃষি ক্ষেত্রে এর প্রভাব বিদ্যমান। বর্তমান বাংলাদেশের অগ্রসরমান কৃষিক্ষেত্রে বিরাজমান সমস্যা হল শ্রমিকের অভাব, বিশেষ করে ফসল কাটার মৌসুমে। তাদের এই সমস্যা সমাধানে এখন সকলে আধুনিক মেশিনের মাধ্যমে ধান কেটে থাকে। বর্তমানে বাজারে বিভিন্ন ধরনের ধান কাটা মেশিন পাওয়া যায়। এই মেশিনের সাহায্যে মাত্র ১ ঘন্টায় কয়েক বিঘা জমির ধান কাটা সম্ভব।
বর্তমানে অনেক মানুষ আছে প্রতি বছর অনেক জমি চাষ করে। জমির মাটি পরীক্ষা করা থেকে শুরু করে জমি চাষ দেওয়া, বীজ বপন করা, ঔষধ বা কীটনাশক দেওয়া, ফসল কাটা বা তোলা, আটি বাধা এমনি ফসল মাড়াই করা সকল কাজেই আধুনিক মেশিন ব্যবহার করা হয়। বর্তমানে বাংলাদেশে সব যায়গাতে ধান কাটার মেশিন চলে এসেছে। এই মেশিন মুলত দেশের বাহিরে থেকে আসে। তারপর মেশিন কিনে আনতে হয়। যেহেতু বাংলাদেশে এখন বিভিন্ন ধরনের মেশিন পাওয়া যায় তাই আপনারা চাইলে যেকোনো বাজেটে আপনার পছন্দনুযায়ি ভালমানের মেশিন কিনতে পারেন। বর্তমান বাজারে ধান কাটা মেশিনের ব্যাপক চাহিদা রয়েছে। এজন্য বাজারে বিভিন্ন ধরনের ধান কাটা মেশিন পাওয়া যায়। নিম্নে ধান কাটার মেশিন এর নাম দেওয়া হলো:
- জাপানি ব্রান্ডের ধান কাটার মেশিন
- চায়না ধান কাটার মেশিন
- হারভেস্টার ধান কাটার মেশিন
- সি আই ধান কাটার মেশিন
- মিনি ধান কাটার মেশিন
নিচে কয়েকটি ধান কাটার মেশিনের দাম দেওয়া হলো-
2-স্ট্রোক ধান কাটার মেশিন
বর্তমানে বাজারে কয়েক ধরনের ধান কাটা মেশিন পাওয়া যায়। তার মধ্যে 2-স্ট্রোক ধান কাটার মেশিন হচ্ছে একটি। এটি একটি উন্নতমানের ধান কাটার মেশিন। এই মেশিন দাম কম। ফলে মার্কেটে এর চাহিদা অনেক বেশি। নিচে 2-স্ট্রোক ধান কাটার মেশিন এর দাম দেওয়া হলো-
- ধান কাটার মেশিন দাম: ১৪,০০০ টাকা।
- ধান কাটার মেশিন মডেল: 1F0589 ইন্জিন
- স্ট্রোক ডিসপ্লেসমেন্ট: 2 – 43cc
- স্ট্যান্ডার্ড পাওয়ার: 1.6kw / 10000rpm
- জ্বালানী অনুপাত: 1200ml
- জ্বালানী ক্ষমতা: 600ml
- নেট ওজন: 12kg
1.3 HP হারবেষ্টার ধান কাটার মেশিন
নিচে 1.3 HP হারবেষ্টার ধান কাটার মেশিন দেওয়া হলো-
- ধান কাটার মেশিনের দাম: ১৯,৯০০ টাকা
- ধান কাটা মেশিনের মডেল: Rice Harvester 1.3 HP Machine
- ধরন: ধান কাটার যন্ত্র
- হর্সপাওয়ার: 1.3kw
- নেট ওজন: 9kg
স্ট্রোক চাইনা ধান কাটার মেশিন
স্ট্রোক চাইনা ধান কাটার মেশিন কম দামি ধান কাটার মেশিনের মধ্যে এটি তুলনামূলক ভালো। নিচে স্ট্রোক চাইনা ধান কাটার মেশিন দেওয়া হলো-
- ধান কাটার মেশিন দাম: ২২,৩৫০ টাকা।
- ধান কাটার মেশিন মডেল: 5E40F-5B ইন্জিন
- স্ট্রোক ডিসপ্লেসমেন্ট: 2 – 53cc
- স্ট্যান্ডার্ড পাওয়ার: 1.3kw / 6500rpm
- জ্বালানী অনুপাত: 25:1
- জ্বালানী ক্ষমতা: 900ml
- জ্বালানী: পেট্রোল চালিত
- নেট ওজন: 8kg
মিনি ধান কাটার মেশিনের দাম কত ২০২৩
মিনি ধান কাটার মেশিন ইতিমধ্যেই বাংলাদেশে ব্যবহার করা শুরু হয়েছে। এ মেশিন গুলো বাহির দেশ থেকে আমদানি করা হয় বলে এগুলোর দাম অনেক বেশি হয়ে থাকে। মিনি ধান কাটার মেশিন এর দাম বর্তমানে ১ লাখ ২৫ হাজার থেকে ১ লাখ ৩০ এর মধ্যে পাওয়া যায়।
হারভেস্টার ধান কাটার মেশিনের দাম কত
নিচে হারভেস্টার ধান কাটার মেশিনের দাম কত তা দেওয়া হলো-
- ঘন্টায় ৩/৪ বিঘা জমির দান কাটতে সক্ষম
- প্রতি ঘন্টায় জ্বালানী খরচ হয় ৪ লিটার
- এই মেশিন দিয়ে ধান কাটার সময় তুলনামূলক কম ফসল নষ্ট হয়
- যেসব জমির মাঝে আইল দেওয়া হয়, সেসব জমিকে খন্ড জমি ছোট জমি বলা হয়। এসব জমিতে হারভেস্টার ধান কাটার মেশিন ব্যবহার যোগ্য নয়।
আরও জানুনঃ গাজী পানির পাম্প দাম কত 2023
শেষকথা
আজকের এই আর্টিকেলটির মাধ্যমে আপনারা ধান কাটার মেশিনের দাম কত জেনেছেন। এছাড়াও যদি এ সর্ম্পকে কোনোরকম প্রশ্ন আপনাদের মনে থেকে যায় তাহলে আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে তা আমাদের জানাবেন। আমরা চেষ্টা করব এ সর্ম্পকে আপনাদের আরও তথ্য জানাতে।