পোখরাজ পাথর চেনার উপায় | How To Recognize Topaz Stone 2023

Rate this post

আপনারা অনেকেই পোখরাজ পাথর চেনার উপায় তা জানেন না। আবার অনেকেই তা জানার জন্য বিভিন্ন ওয়েবসাইটে এ সর্ম্পকিত তথ্য খুঁজে থাকেন। আজকে তাই পোখরাজ পাথর চেনার উপায় এ সর্ম্পকিত বিষয়গুলো আপনারা এই আর্টিকেলের মাধ্যমে জানতে পারবেন। আপনারা এই বিষয়গুলো সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে সম্পূর্ণ আর্টিকেলটি মনোযোগ দিয়ে পড়ুন। নিচে এ সর্ম্পকে বিস্তারিত ধারনা  আলোচনা করা করা হলো।

পোখরাজ পাথর চেনার উপায়

হলুদ পোখরাজ পাথরের উপকারিতা মানুষের জীবনে বৃহস্পতির প্রভাব খুবই গুরুত্বপূর্ণ। পোখরাজ পাথর চেনার উপায়? বৃহস্পতি মানুষের জীবনে সুখ, সম্পদ, সৌজন্য, উদারতা এবং জনপ্রিয়তার প্রতীক। পোখরাজ পাথরের প্রভাব প্রথমে সম্পদ বৃদ্ধিতে কাজ করে। পোখরাজ পাথরের ব্যবহার যেকোনো আয়ের ধারাকে প্রসারিত করে এবং ব্যবসাকে প্রসারিত করে। পোখরাজ বিভিন্ন রঙে আসে। তবে সেরা পোখরাজ পাথর হল হলুদ রঙের। বাদামী হলুদ, গাঢ় হলুদ ইত্যাদি ছাড়াও, সিলানগান পোখরাজ পাথরের বিভিন্ন রঙ রয়েছে, সাধারণত পোখরাজ পাথরের রঙ বেশিরভাগ হলুদ হয়। পোখরাজ পাথর চেনার উপায়? কিন্তু হলুদ রঙের পাশাপাশি রয়েছে হালকা হলুদ বা গভীর হলুদ এবং হালকা হালকা রঙ, সাদা রঙের মিশ্রণ, পোখরাজ পাথরে আরও অনেক রঙ যোগ করা হয়। নিচে সবচেয়ে ভালো ও খাঁটি পোখরাজ চেনার উপায়  দেওয়া হলো-

  • পোখরাজ পাথরের ভেতরের দিক সুক্ষ্ম বুদ বুদ এর মত দেখা যায়। অনেক পোখরাজ পাথরে দেখা যায় না। পোখরাজ আভাযুক্ত স্বচ্ছ উজ্জ্বল পোখরাজ পাথরের কার্যকারিতাই বেশী। Real or Fake Pukhraj Stone
  • পোখরাজ রত্ন পাথরের ভিতর ফাইবার অথবা বা আঁশ গুলো স্পষ্ট থাকে এবং বুঝা যায়।
  • আফ্রিকান পোখরাজ পাথর ভালো কোয়ালিটির গুলো কিন্তু অনেক কিলিয়ার এবং ট্রানস্ফারিং হয়ে থাকে, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই বিশেষজ্ঞদের সহযোগিতা নিয়ে এই গ্রহ রত্ন গুলো নির্বাচন করতে হবে।
  • শিংহলী পোখরাজ পাথরের কাটিং অন্যান্য পোখরাজ এর চাইতে অনেক ভালো এবং দেখতেও সুন্দর হয়ে থাকে।
  • সিলনী পোখরাজ পাথর গুলো একটু দামি হয়ে থাকে সব পোখরাজ এর চাইতে এই পোখরাজ মূল্য একটু বেশি থাকে।
  • অরিজিনাল পোখরাজ পাথরের দাম সর্ব নিন্ম দাম ১০০০ টাকা পার ক্যারেট থেকে শুরু করে পার ক্যারেট ১৫০০ টাকা, পার ক্যারেট ২০০০ টাকা, পার ক্যারেট ৩০০০ টাকা, পার ক্যারেট ৫০০০ টাকার উপরে আরো দামের মধ্যে হয়ে থাকে, কারন ভালো কোয়ালিটির উপর ভাল দাম নির্ভর করে।
  • আফ্রিকান পোখরাজ পাথরের দাম কম হয়ে থাকে, কাজের ক্ষেত্রে এই পাথর খুব একটা কাজ করেনা। এর চাইতে ছিলোনী পোখরাজ পাথর অনেক গুনে ভাল কাজ করে।

পোখরাজ পাথরের উপকারিতা

  • এটি ব্যবসায় সাফল্য থেকে, নতুন সুযোগ জীবনে সাফল্য নিয়ে আসে। কেননা সম্পদ বৃদ্ধিতে পোখরাজ খুবই উপকারী।
  • পোখরাজের অধিকারী ব্যক্তিরা তাদের রাগ নিয়ন্ত্রণ করতে পারেন। তারা সহজে রেগে যায় না।
  • যারা পোখরাজ ব্যবহার করেন তাদের আত্মতৃপ্তি এবং মানসিক শান্তি বৃদ্ধি পায়। ফলে জীবনের সব মুহুর্তে তারা সুখী হতে পারে।
  • পোখরাজ থাকলে উর্বরতা বৃদ্ধি পায়।
  • যাদের দাম্পত্য জীবনে সুখের অভাব, তারা পোখরাজ পরলে তাদের দাম্পত্য জীবন অনেক সুখের হবে।
  • যে সমস্ত বিবাহযোগ্য দেশীয়রা তাদের বিবাহে বারবার বাধাগ্রস্ত হয় তারা পোখরাজ পরলে প্রচুর উপকার পাবেন।
  • পোখরাজ উদ্বেগ থেকে মুক্তি দেয় এবং ঘনত্ব বাড়াতে সাহায্য করে। তাই এই পাথর শিক্ষার্থীদের জন্য খুবই উপযোগী।
  • কোনো কারণে গুপ্তস্ত্র বৃদ্ধি পেলে পোখরাজ পরলে গুপ্তস্ত্র উপশম হয়।

 

পোখরাজ ধারণ করার নিয়ম

পোখরাজ পাথর চেনার উপায়
পোখরাজ পাথর চেনার উপায়
  • বুধবার সকালে স্নান-ধ্যান করে গঙ্গাজলে দুধ মিশিয়ে এই রত্ন তাতে ডুবিয়ে রেখে দিন।
  •  তার পর বৃহস্পতিবারের দিনে স্নান-ধ্যান করে ‘ওম বৃং বৃহস্পতে নমঃ’ মন্ত্রের একমালা অর্থাৎ ১০৮ বার জপ করে তর্জনী আঙুলে এটি ধারণ করুন।
  • শুক্লপক্ষের প্রথম বৃহস্পতিবার এটি ধারণ করা উচিত।
  •  সূর্যোদয় থেকে শুরু করে সকাল ১০টার মধ্যে পোখরাজ পরে নিতে হবে।
  • পোখরাজ ধারণ করলে বুধবার, বৃহস্পতিবার ও শুক্রবার— এই তিন দিন আমিষ খাবেন না এবং ধূমপান করবেন না। তা না-হলে পোখরাজের বিশেষ লাভ পাওয়া যায় না।
  • পোখরাজ ধারণের আগে হলুদ বস্তু, যেমন- কলা, হলুদ বস্ত্র, হলুদ ইত্যাদি জিনিস অবশ্যই দান করতে হয়। উল্লেখ্য, সোওয়া ৫, সোওয়া ৯ বা সোওয়া ১২ রত্তির পোখরাজ ধারণ করা লাভজনক মনে করা হয়। তবে পোখরাজ ধারণের পূর্বে কোনও বিদ্ধান জ্যোতিষীর কাছ থেকে এর বিধিবদ্ধ নিয়মে পুজো করিয়ে নেবেন।

আরও জানুনঃ মাইক্রোওয়েভ ওভেনের দাম 2023

শেষকথা

আজকের এই আর্টিকেলটির মাধ্যমে আপনারা পোখরাজ পাথর চেনার উপায় জেনেছেন। এছাড়াও যদি এ সর্ম্পকে কোনোরকম প্রশ্ন আপনাদের মনে থেকে যায় তাহলে আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে তা আমাদের জানাবেন। আমরা চেষ্টা করব এ সর্ম্পকে আপনাদের আরও তথ্য জানাতে।

 

error: Content is protected !!