আপনারা অনেকেই বিকাশে বিদ্যুৎ বিল পরিশোধ করার নিয়ম তা জানেন না। আবার অনেকেই তা জানার জন্য বিভিন্ন ওয়েবসাইটে এ সর্ম্পকিত তথ্য খুঁজে থাকেন। আজকে তাই বিকাশে বিদ্যুৎ বিল পরিশোধ করার নিয়ম এ সর্ম্পকিত বিষয়গুলো আপনারা এই আর্টিকেলের মাধ্যমে জানতে পারবেন। আপনারা এই বিষয়গুলো সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে সম্পূর্ণ আর্টিকেলটি মনোযোগ দিয়ে পড়ুন। নিচে এ সর্ম্পকে বিস্তারিত ধারনা আলোচনা করা করা হলো।
বিকাশে বিদ্যুৎ বিল পরিশোধ করার নিয়ম
আর্টিকেলের ভিতরে যা থাকছে
কটা সময় ছিল যখন বিদ্যুৎ (palli bidyut bill) বিল দেবার জন্য আমাদের সারাদিন বিদ্যুৎ অফিসে ঘোরাঘুরি করতে হত। বিকাশে বিদ্যুৎ বিল পরিশোধ করার নিয়ম? কিন্তু এখন বিদ্যুৎ ই-সেবা ব্যবস্থার মাধ্যমে ঘরে বসেই পাওয়া যাবে যাবতীয় সেবা। কিন্তু এখন মানুষ ঘরে বসেই বিকাশ আয়াপ এর মাধ্যমে যখন তখন বিদ্যুৎ বিল বিকাশের মাধ্যমে পরিশোধ করতে পারছে। বিকাশে বিদ্যুৎ বিল পরিশোধ করার নিয়ম? যার ফলে এখন ব্যাংকে গিয়ে হাজার হাজার লাইনে দাড়িয়ে বিদ্যুৎ বিল পরিশোধ করতে হয় না।
বর্তমানে Bkash থেকে ‘Pay Bill’ ফিচার এর মাধ্যমে সরাসরি ইলেক্ট্রিসিটি (Electricity Bill) ও অন্যান্য বিল পেমেন্ট বিকাশ করতে পারবেন। বিকাশে বিদ্যুৎ বিল পরিশোধ করার নিয়মএই নতুন Bkash ফিচারটির মাধ্যমে ডেসকো (স্মার্ট প্রি-পেইড এন্ড পোস্টপেইড), পল্লীবিদ্যুৎ, নেসকো এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের Payment খুব সহজে Bkash করতে পারবেন। সবকিছু সিম্পল করে দিয়েছে বিকাশ। সাধারণত বিদ্যুৎ বিল দুই ধরনের হয়- প্রিপেইড,পোস্টপেইড।
নিচে বিকাশে বিদ্যুৎ বিল পরিশোধ করার নিয়ম দেওয়া হলো-
- প্রথমে আপনি *২৪৭# ডায়াল করবেন।
- তারপর ম্যানু চলে আসবে, ম্যানু থেকে আপনি ৫ নাম্বরে থাকা Pay Bill এ ক্লিক করবেন।
- তারপর Electricity (৩) সিলেক্ট করুন।
- এরপর Palli Bidyut (৪) সিলেক্ট করুন।
- তারপর Make Payment (৫) সিলেক্ট করুন।
- ১ চেপে একাউন্ট নাম্বার প্রবেশ করুন।
- পল্লিবিদূত বিলে উল্লেখিত এসএমএস নিাম্বারটি দেন।
- বিলের মাস ও বছর দিন।
- পল্লিবিদ্যূত বিলে উল্লেখিত এমাউন্ট নাম্বার দিন।
- Pin number দিয়ে সাবমিট করলেই বিল (bill) দেওয়া হয়ে যাবে।
অ্যাপ দিয়ে পল্লী বিদ্যুৎ পোস্টপেইড বিল বিকাশ করার নিয়ম
নিচে অ্যাপ দিয়ে পল্লী বিদ্যুৎ পোস্টপেইড বিল বিকাশ করার নিয়ম দেওয়া হলো-
- প্রথমে আপনি *২৪৭# ডায়াল করবেন।
- একিটি ম্যানু চলে আসবে, ম্যানু থেকে আপনি ৫ নাম্বরে থাকা Pay Bill এ ক্লিক করবেন।
- প্রথমেই থাকা Electricity সিলেক্ট করুন।
- ১ চেপে Palli Bidyut সিলেক্ট করুন।
- তারপর Make Payment সিলেক্ট করুন।
- ১ চেপে একাউন্ট নাম্বার সিলেক্ট করুন।
- পল্লিবিদূত বিলে উল্লেখিত এসএমএস নিাম্বারটি দেন।
- বিলের মাস ও বছর দিন।
- পল্লিবিদ্যূত বিলে উল্লেখিত এমাউন্ট নাম্বার দিন।
- Pin number দিয়ে সাবমিট করলেই বিল (bill) দেওয়া হয়ে যাবে।
আপনার কাজ শেষ। এখন আপনার Mobile ফোনে দুইটা SMS আসবে। প্রথমটি আপনার Request গ্রহণ করা হয়েছে তা জানাবে এবং দ্বিতীয়টিতে আপনার bill পরিশোধ সম্পন্ন হয়েছে জানিয়ে একটি TRX ID লেখা থাকবে। এখন আপনি সেই TRX ID নাম্বারটি আপনার সেই মাসের বিলের উপর Bill পরিশোধের তারিখ সহ লিখে রাখুন। - একজন Bkash গ্রাহক এক মাসে সর্বোচ্চ পাঁচবার পল্লী বিদ্যুৎ Bill প্রদান করতে পারবেন। এসএমএস একাউন্ট নাম্বারধারী প্রত্যেক পল্লী বিদ্যুৎ কাস্টমার Bill copy কিংবা সংশ্লিষ্ট কাগজপত্রে উল্লিখিত ৬ ডিজিটের কাস্টমার আইডি নাম্বার দিয়ে Pay bill ট্রানজেকশন করতে পারবেন।
অ্যাপ দিয়ে পল্লী বিদ্যুৎ প্রিপেইড বিল বিকাশ
নিচে অ্যাপ দিয়ে পল্লী বিদ্যুৎ প্রিপেইড বিল বিকাশ দেওয়া হলো-
- প্রথমে বিকাশ অ্যাপ লগইন করুন. তারপর বিকাশ অ্যাপের হোমস্ক্রিন থেকে পে বিল সিলেক্ট করুন.
- বিদ্যুৎ টেপ করে পল্লী বিদ্যুৎ (প্রিপেইড) সিলেক্ট করুন.
- বিল অ্যাকাউন্ট নাম্বার ও কন্টাক নাম্বার দিন. তবে পরবর্তী বিল পেমেন্ট এর জন্য অ্যাকাউন্ট নম্বরটি সেভ করে রাখুন.
- এবার বিলের পরিমান দিন.
- তারপর বিলের তথ্য চেক করে পরের স্ক্রিনে যেতে ট্যাপ করুন
- এবার আপনার বিকাশ একাউন্টের পিন নাম্বার প্রবেশ করুন
- পে বিল”সম্পন্ন করতেন স্কিনের নিচের অংশটা ট্যাপ করে ধরে রাখুন
- পে বিল” সম্পন্ন হলে কনফার্মেশন মেসেজ পাবেন
- তবে অ্যাপে দেখে নিতে পারেন বিলের ডিজিটাল রিসিট
বিকাশে বিদ্যুৎ বিল চেক করার নিয়ম
বিকাশে বিদ্যুৎ বিল চার্জ কত কিংবা প্রিপেইড কিংবা পোস্টপেইড বিলে কত টাকা চার্জ কাটে (bkash pay bill charge) কিংবা ফ্রি কিনা তা নিচের ইমেজ/ফটো থেকে জানতে পারবেন।
আরও জানুনঃ রাউটারের পাসওয়ার্ড পরিবর্তন করার নিয়ম 2023
শেষকথা
আজকের এই আর্টিকেলটির মাধ্যমে আপনারা বিকাশে বিদ্যুৎ বিল পরিশোধ করার নিয়ম জেনেছেন। এছাড়াও যদি এ সর্ম্পকে কোনোরকম প্রশ্ন আপনাদের মনে থেকে যায় তাহলে আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে তা আমাদের জানাবেন। আমরা চেষ্টা করব এ সর্ম্পকে আপনাদের আরও তথ্য জানাতে।